আয় ! ইনকাম ! টাকা কামানো যেটাই বলেন না কেনো একটা কথাই মনে রাখবেন, সবার
কাছেই টাকার মূল্য আছে। মানে আপনি যে পয়সাটা আয় করবেন সেটা যেমন আপনার কাছে
অনেক দামী, ঠিক তেমনি যিনি আপনাকে পয়সাটা দিবে তাঁর কাছেও সেইরকমই দামী।
এই কথার মাধ্যমে আপনাকে একটা কথাই বুঝাতে চাইলাম সেটা হলো মনে রাখবেন যে,
রিয়েল লাইফ হোক আর অনলাইন লাইফ হোক না কেনো, যেখানেই টাকা সেখানে কিছু দেয়া
নেয়ার ব্যাপার আছে। মানে আপনি এক পায়ের উপরে আরেক পা দিয়ে বসে থাকবেন আর
টাকা আপনাকে কেউ একজন দিয়ে যাবে এমন কিন্তু না। আরেহ ভাই চরম একটা সত্য
বাক্যই ভাবুন না কেনো যে, সরকারও তো চাইলে কারি কারি টাকা ছাপাতে পারবেনা।
সেখানে আপনিতো এমন কোনো বারাক ওবামা না! অর্থাৎ আপনার মাঝে যে মেধা আছে
সেটার কিছু অংশ কেউ নেয়ার বিনিময়ে আপনাকে কেউ একজন টাকা দিবে। এটাকেই বলে
ইনকাম। এখন যাই হোক, আজ আপনাদের সাথে একটু গল্প গুজব করব ব্লগিং আয়ের কিছু
বাস্তব সত্য নিয়ে। আমরা অনেকেই শুধু স্বপ্নের মাঝেই হাবুডুবু খাই। ফলে
বাস্তব সত্য আমাদের জানা থাকলেও তা ভুলে যাই। সেরকমই কিছু সত্য মনে করিয়ে
দিবো যেগুলো আমাদের জানা থাকা সত্ত্বেও একটু ঝালাই করা প্রয়োজন।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon